কুণালের সঙ্গে সাক্ষাতে আশ্বস্ত রাজ্যের গ্রুপ-ডি চাকরিপ্রার্থীরা

0
1

রাজ্যের গ্রুপ-ডি পদের চাকরিপ্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। রবিবার তাদের বক্তব্য শোনার পাশাপাশি বেশ কিছু তথ্যও দেখেন তিনি।

তিনি বলেন, আমি চেষ্টা করবো তাদের কথা যথাযথ জায়গায় পৌঁছে দেওয়ার। মুখ্যমন্ত্রী নিজেও চান তাদের নিয়োগ হোক। কিন্তু নানান আইনি জটিলতায় তা সম্ভব হচ্ছে না। গ্রুপ ডি কর্মপ্রার্থীদের যে সমস্যা আছে তার প্রতি মাননীয়া মুখ্যমন্ত্রী সব সময় সহানুভূতিশীল।

তার সঙ্গে কথা বলে চাকরিপ্রার্থীরা নিয়োগের বিষয়ে আশ্বস্ত বলে জানিয়েছেন। তারা বলেন, আমরা একটা সেতু চাইছিলাম যার মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পারবো। কুণালবাবু আমাদের আশ্বস্ত করেছেন যে তিনি আমাদের সমস্যার কথা সঠিক জায়গায় পৌঁছে দেবেন এবং যাতে নিয়োগ হয় সে ব্যাপারেও চেষ্টা করবেন।