স্বাস্থ্য সচেতনতায় নজর কাড়ল কানাড়া ব্যাঙ্কের পদযাত্রা এবং যোগা সেশন

0
3

 

চন্দন বন্দ্যোপাধ্যায় 

কানাড়া ব্যাঙ্ক কলকাতা সার্কেলের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হলো সচেতনতা দিবস উপলক্ষে পদযাত্রা এবং যোগা সেশন। ক্যামাক স্ট্রিট থেকে পদযাত্রার সূচনা করেন সার্কেল অফিসের জেনারেল ম্যানেজার কল্যাণ মুখোপাধ্যায়। এই পদযাত্রায় ব্যাঙ্কের কর্মী আধিকারিকরা ছাড়াও ছোটরাও অংশ নেয়।

উপস্থিত ছিলেন ডিজিএম সন্দীপ আগরওয়াল, এজিএম প্রদীপ কুমার ডোগরা। মানুষের নজর কাড়তে পদযাত্রায় ছিল নানান সুসজ্জিত পোস্টার। প্রায় আড়াইশো জন এই পদযাত্রায় অংশ নেন। এটি শেষ হয় ময়দান ভিক্টোরিয়া নর্থ গেটের বিপরীতে। অনুষ্ঠানের রূপায়নের দায়িত্ব ছিল গ্লোবাল ফোর্স ম্যানেজমেন্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এবং পুরো অনুষ্ঠানের ফুড পার্টনার ছিল গ্লোবাল মাস্টার কিচেন। সংস্থার কর্ণধার প্রণব বিশ্বাস বলেন, এরকম একটি অনুষ্ঠানের সঙ্গে নিজেদের নিয়োজিত করতে পেরে আমরা খুশি।

এদিনের অনুষ্ঠান নিয়ে কানাড়া ব্যাঙ্কের কলকাতা সার্কেল অফিসের জেনারেল ম্যানেজার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন । আমাদের গ্রাহকদের পাশাপাশি সাধারণ মানুষও যাতে স্বাস্থ্য সচেতন হন সেই বার্তা পৌঁছে দিতেই আজকের এই যোগা সেশন।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ময়দানে প্রায় ৩০ মিনিটের যোগা সেশন অনুষ্ঠিত হয়। আগামী দিনেও এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান উদ্যোক্তারা।