মুক্তির প্রথম দিনেই কোটির ক্লাবে কঙ্গনার ‘তেজস’! তবু সাফল্য কি এল?

0
2

বলিউডে সিনেমা (Bollywood movie)মুক্তির প্রথম দিনে কত টাকা আয় হল সে নিয়ে সকলের মধ্যে আগ্রহ থাকে। যেখানে পাঠান, গদর ২, জওয়ান রেকর্ড ব্যবসা করছে সেই আবহে নারী কেন্দ্রিক সিনেমার কপালে কতটা লক্ষী লাভ হবে তা নিয়ে সন্দিহান ছিলেন সিনে বিশ্লেষকরা। সিনেমার নাম যখন ‘তেজস’ (Tejas) তখন বাড়তি নজর তার দিকে। কারণ একটাই- কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। অভিনেত্রী পেশাগত কারণের থেকে রাজনৈতিক কারণে বড্ড বেশি চর্চায় থাকেন। গত তিনটে ছবি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। কিন্তু ভারতের প্রথম এয়ার অ্যাকশন সিনেমাতেই বাজিমাত করতে পারলেন কি কঙ্গনা(Kangana Ranaut)? মুক্তির দিনেই কোটির ক্লাবে ‘তেজস’ (Tejas)! তাও ফ্লপের তকমা ঘুচল না।

নতুন ছবি মুক্তির আগে চওড়া হাসি দেখা গেছিল বলিউডের কুইন কঙ্গনার মুখে। ‘মণিকর্ণিকা’, ‘থালাইভি’ কিংবা ‘পঙ্গা’— একের পর এক ব্যর্থতার পর অবশেষে মুক্তি পেল জাতীয়তাবাদে নির্ভর দেশের প্রথম এয়ার অ্যাকশন ছবি। যেখানে শাহরুখের ‘জওয়ান’ প্রথম দিনে প্রায় ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে সেখানে প্রথম দিনে ‘তেজস’ (Tejas) আয় করল মাত্র ১ কোটি ২৫ লক্ষ। দেশের মাল্টিপ্লেক্সগুলি থেকে সংগ্রহ হয়েছে মোটে ৮৫ লক্ষ টাকা। অর্থাৎ গেরুয়া রাজনীতির হয়ে গলা ফাটানো বলিউড অভিনেত্রীর ভাগ্যের শিকে এবারেও ছিঁড়ল না। অভিনেত্রীর ক্যারিয়ারে আরেক ফ্লপ ছবির এন্ট্রি।