প্র.য়াত জনপ্রিয় অভিনেতা ম্যাথু পেরি! বাথরুম থেকে উদ্ধার দে.হ, কারণ নিয়ে ধোঁয়াশা

0
3

প্রয়াত আমেরিকার (America) জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী ম্যাথু পেরি (Mathew Perry)। শনিবার বাড়ির বাথরুম (Bathroom) থেকে উদ্ধার করা হয় অভিনেতার (Actor) দেহ। জানা গিয়েছে মাত্র ৫৪ বছর বয়সেই জীবনাবসান হয় জনপ্রিয় তারকার। এদিন অভিনেতার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে বাথরুমের বাথটবে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় আমেরিকান এই অভিনেতাকে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। নব্বইয়ের দশকে জনপ্রিয় টেলিভিশন শো ‘ফ্রেন্ডস’-এর (Friends) প্রধান ছয় চরিত্রের অন্যতম ছিল চ্যান্ডলার বিং। চ্যান্ডলারের চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে এসেছিলেন ম্যাথু।

বন্ধুত্ব ও প্রেমের মিশেলে চ্যান্ডলারের চরিত্রকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন অভিনেতা। তবে পর্দায় কৌতুক চরিত্রে অভিনয় করে করলেও ক্যামেরার পিছনে বেশ কঠিনভাবেই জীবনযাপন করতে হয়েছিল ম্যাথুকে। সূত্রের খবর, ব্যথার ওষুধ ও মদে আসক্ত ছিলেন অভিনেতা। দীর্ঘদিন সেই নেশার সঙ্গে যুঝেছেন তিনি। একাধিক বার রিহ্যাবেও যেতে হয়েছিল তাঁকে। তবে শনিবার অভিনেতার বাড়িতে কোনও নেশার জিনিস পাওয়া যায়নি। কিন্তু কীভাবে মৃত্যু হল ম্যাথুর, তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন।