ভোররাতে খড়্গপুরে ভ.য়াবহ দু.র্ঘটনা, লরি-গাড়ির সং.ঘর্ষে মৃ.ত অন্তত ৬!

0
2

লক্ষ্মীপুজোর সকালে মর্মান্তিক দুর্ঘটনার (Road Accident) খবর। পশ্চিম মেদিনীপুরের ডেবরা টোল প্লাজা (Debra Toll plaza) থেকে ১ কিলোমিটার দূরে সিমেন্ট বোঝাই গাড়িতে আচমকা ধাক্কা লরির। দুর্ঘটনায় মৃত্যু হয় ৬ জনের। আহত হন আরও বেশ কয়কেজন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বাস স্ট্যান্ডের কাছেই পিক আপ ভ্যানে ফুল লোড করার কাজ চলছিল। বুড়ামালা এলাকা থেকে দেউলটির ফুল মার্কেটে ফুল নিয়ে যাওয়ার জন্য তোলা হচ্ছিল বস্তাগুলি। সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন ফুলচাষির। পরে আরও তিনজনের মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে খবর। আহতদের মধ্যে কয়েকজনকে খড়গপুর মহকুমা হাসপাতালে ও কয়েকজনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।