প্রেমিকার মা-কে নৃ.শংস খু.ন, গ্রে.ফতার প্রেমিক

0
1

প্রেমের সম্পর্কে বাধা। সেই আক্রোশেই প্রেমিকার মা-কে খুন করল বছর তেইশের প্রেমিক। হাওড়ার (Howrah) বালি (Bali) থানা এলাকার ধর্মতলা রোডে গৃহবধূ খুনের ঘটনায় বড়সড় ব্রেক থ্রু পুলিশের। মূল অভিযুক্তকে সুন্দরবন থেকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশ (Howrah City Police)। ধৃতের নাম মনোতোষ মণ্ডল।

গত ১৬ অক্টোবর রাতে বালি থানা এলাকায় নৃশংসভাবে খুন হন এক গৃহবধূ। রাত ১২টা নাগাদ বাড়ি ফিরে স্বামী অক্ষয় পাল দেখেন, স্ত্রী দীপার নিথর দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। বালি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। স্বামী অক্ষয় পালের অভিযোগের ভিত্তিতে পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে।

তদন্তে নেমে পুলিস জানতে পারে, অক্ষয় পালের দ্বিতীয় পক্ষের স্ত্রী দীপা দাস। অক্ষয় পালের প্রথম পক্ষের তিনটি মেয়ে রয়েছে। বড় মেয়ে মধুমিতার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মনোতোষের। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়। এরজন্য দীপা দাস দায়ী বলে মনে করে মনোতোষ। সেই আক্রোশ থেকেই দীপাকে খুন করে মনোতোষ। খুনের পর পালিয়ে গিয়ে সুন্দরবনে আত্মগোপন করেছিল সে।