রেড রোডের দুর্গাপুজোর কার্নিভালে মুগ্ধ ইউনেস্কো। যেখানে শহর কলকাতা ও শহরতলির সেরা ৯৬টি পুজো অংশ নিয়েছিল কার্নিভালে। পুজোর বিশেষ বিসর্জন শোভাযাত্রার এমন বর্ণাঢ্য আয়োজনের রিপোর্ট যাচ্ছে জেনিভায়।

শুধু তো শোভাযাত্রা নয়, এই কার্নিভালের মাধ্যমে বিভিন্ন পুজো কমিটির দুর্দান্ত ট্যাবলোর শোভাযাত্রা সামাজিক বার্তাও বহন করে। নাচে-গানে বাংলার কৃষ্টি-সংস্কৃতির সহ
থিমের মোড়কে তুলে ধরা হয় হস্তশিল্পের নিদারুণ প্রদর্শন। ঢাকের তালে, উলুরধ্বনিতে ধুনুচি নাচ। রেড রোডে বিদেশি অতিথিদের পাশাপাশি হাজির ছিল ইউনেস্কোর প্রতিনিধি দল। এমন আয়োজনে সকলেই মুগ্ধ।

এবার মহালয়া থেকেই ইউনেস্কোর প্রতিনিধিরা শহরজুড়ে পুজো পরিক্রমা করেছেন। কার্নিভালেরও সাক্ষী থাকলেন তাঁরা। বোধন থেকে বিসর্জন, কলকাতার শারদ উৎসবের অভূতপূর্ব অভিজ্ঞতাই প্রাথমিক রিপোর্ট যাচ্ছে ইউনেস্কোর সদর দফতর জেনিভায়।
আরও পড়ুন:আজ কী ঘটেছিল, মনে আছে?











































































































































