১ হাজার ৪০ কোটি টাকার চুক্তি, এবার ভারতে আইফোন বানাবে টাটা গোষ্ঠী

0
1

ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। এবার তাতেই পড়ল সিলমোহর। প্রথম ভারতীয় সংস্থা হিসেবে বিশ্ববাজারের জন্য আইফোন প্রস্তুত করবে টাটা গ্রুপ। আড়াই বছরের মধ্যে ভারত এবং বিশ্ব বাজারে জন্য আইফোন তৈরি করবে টাটা গ্রুপ। শুক্রবার এমনটাই জানালেন তথ্য প্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। ইতিমধ্যেই আইফোন তৈরির ছাড়পত্র মিলেছে উইস্ট্রনের তরফে। তারপরেই ঘোষণা করেন মন্ত্রী। অর্থাৎ এবার ভারতে যত আইফোন তৈরি হবে, তার ১০০ শতাংশ স্টেকই টাটার।

মন্ত্রী চন্দ্রশেখর জানিয়েছেন, স্মার্টফোন উৎপাদনের জন্য ভারত যে অত্যন্ত বিশ্বস্ত এবং প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে তা ইতিমধ্যেই পরিস্কার। ভবিষ্যতে শুধু ফোন নয় বিশ্বের ইলেকট্রনিক্স বাজারে অন্য নাম হয়ে উঠবে ভারত। ভারতে আইফোন তৈরি করার প্রথম সংস্থা টাটা গ্রুপ।

আরও পড়ুন- যোগীরাজ্যে নাবা.লিকাকে জীবন্ত পু.ড়িয়ে মা.রল দু.ষ্কৃতীরা!