এগিয়ে থেকেও হার, নতুন মরশুমেও পুরোনো রোগেই আটকে লাল-হলুদ, কী বলছেন কুয়াদ্রাত

0
1

শুরু হয়ে গিয়েছে ২০২৩-২৪ আইএসএল। নতুন মরশুমে নতুন কোচ ইস্টবেঙ্গল এফসিতে। লাল-হলুদ কোচ হয়ে এসেছেন কার্লোস কুয়াদ্রাত। নতুন কোচের হাত ধরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে ইস্টবঙ্গল সমর্থকরা। কিন্তু কোথায় কি। ইস্টবেঙ্গল সেই পুরোনো রোগেই আটকে। মরশুমের শুরুটাও হয়েছে গত তিন মরশুমের তুলনায় অনেক আশা জাগিয়ে। কিন্তু মরশুম যত গড়াচ্ছে, ইস্টবেঙ্গল এফসি-র পুরোনো রোগ যেন কিছুতেই সারছে না। তারা শুরুতে গোল করে এগিয়ে যাচ্ছে ঠিকই। কিন্তু তারপরে আর সেই ব্যবধান ধরে রাখতে পারছেন না, উল্টে হেরেও যাচ্ছে।

বারবার কেন হচ্ছে এমন? কেন পুরোনো রোগ সারছে না লাল-হলুদের। আর এবার এই নিয়ে মুখ খুললেন ইস্টবেঙ্গল কোচ। এই নিয়ে তিনি বলেন,” আসলে আমাদের দলে এবার অনেক নতুন খেলোয়াড় আছে। ওদের আরও পরিণত হয়ে উঠতে হবে। এই হারটা আমাদের কাছে একটা বড় শিক্ষা। বেঙ্গালুরুতে শেষ ম্যাচেও এরকম হয়েছিল। আমাদের মানসিক ভাবে আরও শক্তিশালী হতে হবে, যাতে এই কঠিন দলগুলোর বিরুদ্ধে ভাল খেলতে পারি।”

যদিও লাল-হলুদ কোচ বলছেন, এমন বেশিদিন চলতে দেওয়া যাবে না। এই নিয়ে তাঁর দাবি, “এই ভুলগুলো শোধরাতে হবেই। ম্যাচে কখনও একটা পেনাল্টি, একটা ফ্রি কিকের জন্য আমরা খেলা থেকে হারিয়ে গেছিলাম। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হবে আমাদের। প্রতি ম্যাচে এমন হতে দেওয়া যাবে না।”

এরপরই লাল-হলুদ কোচ বলেন,” এবার দল নতুন কৌশলে খেলছে। তাই সব কিছু গত বারের মতোই হবে, এমন ভাবার কোনও কারণ নেই। আমাদের আত্মবিশ্বাস বজায় রাখতে হবে। আমরা ভাল ফল করেও কেন তা ধরে রাখতে পারছি না, তার কারণ আমাদের কাছে খুবই পরিষ্কার। তাই সেগুলো নিয়ে এর পরে আমরা কাজ করব।”

আরও পড়ুন:রবিবার বিশ্বকাপের পরবর্তী ম‍্যাচে নামছে ভারত, ইংল‍্যান্ডের বিরুদ্ধে নামার আগে বিশেষ অনুশীলন বিরাটের