২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপ পযর্ন্ত ভারতীয় দলের হেড কোচের দায়িত্বে রাহুল দ্রাবিড়। বিশ্বকাপ শেষেই হলেই চুক্তি শেষ হবে কোচ দ্রাবিড়ের। গত কয়েক বছর ধরে ভারতীয় দলের কোচের ভূমিকা পালন করছেন তিনি। ওডিআই বিশ্বকাপ পর্যন্ত টিম ইন্ডিয়ার হেড স্যার হিসাবে মেয়াদ রয়েছেন মিস্টার ডিপেন্ডেবলের। আর এরপরই প্রশ্ন উঠছে, তবে রোহিত শর্মাদের নতুন কোচের ভূমিকায় কে আসতে চলেছেন? যদিও রোহিত শর্মা, বিরাট কোহলিদের সঙ্গে কাজ চালিয়ে যেতে চাইলে দ্রাবিড়ের সঙ্গে নতুন চুক্তি করতে পারে বিসিসিআই। তবে, দ্রাবিড় না থাকতে চাইলে নতুন কোচের কথা ভাবতে হবে। এক্ষেত্রে সূত্রের খবর, দ্রাবিড় না থাকতে চাইলে ভিভিএস লক্ষ্মণকে ভারতীয় দলের পূর্ণ সময়ের কোচ হিসাবেও দেখা যেতে পারে।
সূত্রের খবর, দ্রাবিড় থাকতে চাইলে, তাঁকে নিয়ে আপত্তি নেই বিসিসিআই কর্তাদের। তাঁর কাজে খুশি বোর্ড কর্তারা। কিন্তু তিনি না থাকতে চাইলে জাতীয় দলের জন্য নতুন কোচ নিয়োগ করতে হবে। বোর্ড সূত্রে খবর, সে ক্ষেত্রেও এগিয়ে রয়েছেন লক্ষ্মণ। এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব সফল ভাবে সামলাচ্ছেন তিনি। দ্রাবিড় বিশ্রাম নেওয়ায় কয়েক দফায় ভারতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বও সামলেছেন তিনি। ক্রিকেটারদের সঙ্গেও লক্ষ্মণের সম্পর্ক ভাল। তাই দ্রাবিড় ভারতীয় দলের কোচ হিসাবে নতুন করে চুক্তি করতে না চাইলে লক্ষ্মণের কথাই ভাবা হয়েছে প্রাথমিক ভাবে। এই নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা বলেন, “দ্রাবিড় যখন যখন বিশ্রাম নিয়েছে, প্রতি বারই লক্ষ্মণকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্বকাপের পরের সিরিজেও ওকেই দায়িত্ব দেওয়া হবে। তার পরেও ওকে দায়িত্বে দেখা যেতে পারে।”
বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারতীয় দল। জানা যাচ্ছে, সেই সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে কোচ রাহুল দ্রাবিড়কে। তাঁর পরিবর্তে ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলাবেন লক্ষ্মণ।
আরও পড়ুন:এগিয়ে থেকেও হার, নতুন মরশুমেও পুরোনো রোগেই আটকে লাল-হলুদ, কী বলছেন কুয়াদ্রাত