তেলের ট্যাঙ্কারে ধাক্কা সুমোর! বেঙ্গালুরু-হায়দরাবাদ জাতীয় সড়কে ম.র্মান্তিক পরিণতি ১২ জনের

0
4

ভয়াবহ পুথ দুর্ঘটনা কর্ণাটকে (Karnata)। জানা গিয়েছে, দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১২ জন। মৃত ১২ জনের মধ্যে চার জন মহিলা। কর্নাটকের চিক্কাবল্লপুরে বেঙ্গালুরু-হায়দরাবাদ (Bengaluru Hyderabad) ৪৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ একটি যাত্রীবোঝাই টাটা সুমো তেলের ট্যাঙ্কারে ধাক্কা মারে। এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের। অপর একজন গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্ত থেকে জানা গিয়েছে, কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে গিয়েছিল। সে জন্যই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃতেরা বাগেপল্লী থেকে চিক্কাবল্লপুরে যাচ্ছিলেন। সে সময়ই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এদিকে দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি। স্থানীয় পুলিশ আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত ও আহতরা অন্ধ্রপ্রদেশের পেনকোন্ডা জেলার বাসিন্দা।

তবে কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের অনুমান, সকালে কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনা ঘটেছে।