ভারতের মাটিতে চলছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে বিরাট কোহলি। গড়ছেন একাধিক রেকর্ড। বিশ্বকাপে একদিনের ক্রিকেটে নিজের ৪৮তম শতরান করে ফেলেছেন বিরাট। বিশ্বকাপেই কি সচিন তেন্ডুলকরের ৪৯টি শতরানের রেকর্ড ভেঙে দেবেন বিরাট। নাকি আরও অপেক্ষা করতে হবে তাঁকে। আর এবার এই নিয়ে মুখ খুললেন সুনীল গাভাস্কর। গাভাস্করের মতে বিশ্বকাপেই শতরানের রেকর্ড গড়বেন বিরাট। এমনকি, কোন ম্যাচে তিনি ৫০তম শতরান করবেন সেটিও জানিয়েছেন গাভাস্কর।
এই নিয়ে চ্যানেলের হয়ে ধারাভাষ্য দেওয়ার সময় গাভাস্কর বলেন, “দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে নিজের ৫০তম শতরান করবে বিরাট। কারণ, সেদিনই ৫ নভেম্বর বিরাটের জন্মদিন। তাই এর থেকে ভাল মঞ্চ হতে পারে না। ইডেনের দর্শকের সামনে এই শতরানের আনন্দও অনেক বেশি।”
এরপরই গাভাস্কর আরও বলেন,”ইডেনের যা পিচ তা বিরাটের ব্যাটিংয়ের পক্ষে আদর্শ। ওখানে ভাল শট খেললে বাউন্ডারি পেতে সমস্যা হয় না। প্রত্যেক ক্রিকেটারের জন্য উঠে দাঁড়িয়ে হাততালি দেয় ইডেনের গ্যালারি। তাই এত বড় একটা রেকর্ড ওখানে হওয়া উচিত। দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে শতরান করলে বিরাটের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যাবে।”
এই মুহূর্তে বিরাটের শতরানের সংখ্যা ৪৮টি। কোন ম্যাচে ৪৯ শতরান রান হবে, সেটিও বলে দিলেন গাভাস্কর। এই নিয়ে তিনি বলেন, “ইডেনে নামার আগে আরও দুটো ম্যাচ খেলবে বিরাট। একটা ইংল্যান্ড ও একটা শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেই দুটো ম্যাচের মধ্যে একটাতে ৪৯তম শতরান করবে বিরাট। তবে ৫০ হবে কলকাতাতেই।”
আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ