বিশ্বকাপে কীভাবে এল সাফল্য? রহস্য ফাঁস করলেন ভারত অধিনায়ক

0
1

চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ভারতীয় দল। এখনও পযর্ন্ত পাঁচটির মধ‍্যে পাঁচটিতেই জয়। দলে ব‍্যাটার থেকে বোলার, সবাই জয়ের জন‍্য অবদান রাখছেন। কি করে এল সাফল‍্য? এবার এই নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কীভাবে বিশ্বকাপে গোটা দলকে সামলাচ্ছেন তাও জানালেন রোহিত।

এই নিয়ে ভারত অধিনায়ক বলেন,”ক্রিকেটারদের সামলাতে হলে সবার আগে সব ক্রিকেটারকে এবং তাদের চাহিদাকে ভাল করে জানতে হবে। ওদের পছন্দ-অপছন্দ জানতে হবে। এটা দলগত খেলা। একজন বা দু’জন কোনও বদল ঘটাতে পারে না। সবাইকে নিয়ে চলতে হবে। কোনও লম্বা প্রতিযোগিতা বা বিশ্বকাপ জিততে গেলে প্রত্যেককে এগিয়ে এসে নিজেদের ভূমিকা পালন করতে হবে। তাই মানসিক ভাবে সবাইকে ভাল রাখতে হবে। সবার কথা শোনা, তাদের চাহিদা বোঝা, কী ভাবে তারা অবদান রাখতে চায় সে সব জেনেই এগোতে হবে। সব বিষয়কে মাথায় রেখেই এগিয়ে যেতে হবে। আমিও সেটাই করার চেষ্টা করি। ওদের জুতোয় আগে নিজে পা গলানোর চেষ্টা করি। বোঝার চেষ্টা করি ও কী চাইছে।”

এরপরই রোহিত আরও বলেন,”রাতারাতি অধিনায়কত্ব শিখেছি এমনটা বলব না। বছরের পর বছর লেগেছে। ব্যক্তিগত অভিজ্ঞতা কাজে লাগিয়েছে। দলের কী দরকার সেটা বুঝতে পেরেছি। তাই জন্যেই সফল। ক্রিকেটারদের স্বাধীনতা দেওয়া খুবই দরকার। নিজের কাজ এবং ভূমিকাটাও জানতে হবে। বড় প্রতিযোগিতা খেলতে গেলে চাপ থাকেই। সেটাকে সামলাতে হবে।”

আরও পড়ুন:বিশ্বকাপে রেকর্ড গড়েই আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ম‍্যাক্সওয়েল, কিন্তু কেন?