বিশ্বভারতীর ইউনেস্কোর স্বীকৃতি প্রাপ্তির ফলকে নেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। এ বিষয় নিয়ে তীব্র প্রতিবাদ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বিশ্বভারতী কর্তৃপক্ষকে সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী।
এদিন মমতা (Mamata Bandopadhyay) বলেন, বিশ্বভারতী ইউনেস্কো স্বীকৃতি পেয়ে থাকলে, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্যেই পেয়েছে। তিনিই শান্তিনিকেতনকে গড়ে তুলেছিলেন। এরপরই গর্জে ওঠেন তৃণমূল সভানেত্রী। বলেন, “ওঁর নাম সরিয়ে দিল? পুজো ছিল বলে আমরা বিষয়টি নিয়ে কোনও উচ্চবাচ্য করিনি। এখনই ফলক সরিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম যুক্ত ফলক না বসানো হয়, তাহলে শুক্রবার সকাল ১০টা থেকে বিশ্বভারতীতে আন্দোলন শুরু হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি বুকে নিয়ে আন্দোলন শুরু করবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা।”
ইতিমধ্যে বিষয়টি নিয়ে সব মহলে নিন্দা ঝড় উঠেছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং প্রাক্তনীদের একাংশের পক্ষ থেকে ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও রাজ্যপালকে নালিশ জানিয়ে চিঠি পাঠিয়েছেন। তীব্র ধিক্কার জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরাও। এবার এই বিষয় নিয়ে আন্দোলনে নামার হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।