কলকাতা হাইকোর্টের (Calcutta High court) নির্দেশে বন্ধ হয়ে গেল মেট্রো সম্প্রসারণের (Metro Work) কাজ। ময়দান চত্বরে গাছ কাটার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল আদালত। যার ফলে বন্ধ হয়ে গেল মোমিনপুর- এসপ্ল্যানেড (Mominpur- Esplanade) রুটের মেট্রোর কাজ।
মেট্রোর নয়া স্টেশনের জন্য প্রায় ৭০০ গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় এক স্বেচ্ছাসেবী সংস্থা। সেই মামলার শুনানিতে আগামীতে ১৩ নভেম্বর পর্যন্ত এই গাছ কাটার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত একটি গাছও কাটতে পারবে না RVNL, বলে জানাল আদালত।