বাইকের বে.পরোয়া গতি! ভাসান দেখে বাড়ি ফেরার পথে মৃ.ত্যু ৩ যুবকের

0
3

ইছামতী (Icchamati) থেকে ভাসান দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পরিণতি। বুধবার বাইকে চেপে বাড়ি ফেরার পথে ইলেকট্রিক পোস্টে ধাক্কা লেগে মৃত্যু হয় তিন যুবকের। বসিরহাটের (Basirhat) স্বরূপনগর থানার গোকুলপুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, মৃতদের বয়স আঠারো থেকে তেইশের মধ্যে। তিনজনেই বাদুড়িয়া থানার আটুরিয়া দাসপাড়া গ্রামের বাসিন্দা। মৃতদের নাম রাজেশ দাস (১৮), শুভঙ্কর দাস (২০), ও সহদেব দাস (২৩)। তবে এদিন ৩ জনের মাথাতেই হেলমেট ছিল না বলেই পুলিশ সূত্রে খবর।

বুধবার ওই তিনজন যুবক হেলমেট না পরেই তেঁতুলিয়ার ইছামতি নদীতে বিসর্জন দেখতে যাচ্ছিল। সেই সময় স্বরূপনগর থানার গোকুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিন পোস্টে সজোরে ধাক্কা মারে বাইকটি। ঘটনায় গুরুতর জখম হয় ওই তিনজন যুবক। এদিকে বিষয়টি নজরে আসতেই দ্রুত স্বরূপনগর থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে গেলেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকের গতিবেগ ছিল অত্যন্ত বেশি। ইতিমধ্যে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।