হঠাৎ বেবিবাম্পের ছবি শেয়ার, হেঁয়া.লিতেই ভাই.রাল অনুষ্কা!

0
4

বিরুষ্কার (Virat Kohli – Anushka Sharma)জীবনে নতুন মানুষ আসার জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছিল। যদিও ভারতীয় ক্রিকেট তারকা (Indian Cricket Star)বিরাট কোহলি বা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)কেউই এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। কিছু দিন আগেই ভারত বনাম পাকিস্তান ম্যাচে হাজির হয়েছিলেন অনুষ্কা। ওই ম্যাচে তিনি পরেছিলেন আলখাল্লার মতো এক পোশাক। তাই সেখানে স্পষ্ট ভাবে বোঝা যায়নি নায়িকা অন্তঃসত্ত্বা কিনা। কিন্তু মেটারনিটি ক্লিনিকে যুগলের আনাগোনাতে সকলেই বলতে শুরু করেছিলেন, পরিবারে চতুর্থ মানুষকে বরণ করে নিতে তৈরি এই তারকা জুটি। অবশেষে প্রকাশ্যে এল অনুষ্কার বেবিবাম্পের ছবি। নায়িকাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরা।

 

View this post on Instagram

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)


একটি ফোনের কোম্পানির জনপ্রিয় মুখ অনুষ্কা দুটি ছবি শেয়ার করেছেন। যার ক্যাপশনে লিখেছেন, “সময় এভাবেই কেটে যায়।” প্রথম ছবিতে তাঁর বেবিবাম্প স্পষ্ট। যদিও দ্বিতীয় ছবিটিতে তাঁর পোশাক ঢিলেঢোলা, তাই নেটিজেনদের ধারণা অনুষ্কার ওই ছবি আসলে বিশেষ ইঙ্গিতবাহী। নায়িকার শেয়ার করা ছবির ইনসেটে তাঁর প্রথম সন্তান আসার সময়ের ঝলক ধরা পড়েছে। কিন্তু তার সঙ্গে যে ছবিটি রয়েছে, সেটা কোনভাবেই অন্তঃসত্ত্বা অনুষ্কার পরিচয় দেয় কি? এ প্রশ্নও করছেন অনেকে। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চাপা স্বভাবের অনুষ্কা শর্মা যথারীতি এই বিষয়টি নিয়েও কোনও উত্তর দেননি। সত্যিই কি ওই পোস্ট বার্তাবহ? নায়িকার হেঁয়ালিতে কুপোকাত নেট দুনিয়া।