গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নৌবাহিনীর আট প্রাক্তন অফিসারকে মৃত্যুদণ্ড দিল কাতার আদালত। মৃত্যুদণ্ডের এই খবর ভারতে আসার পর স্বাভাবিকভাবেই স্তম্ভিত কেন্দ্রের মোদি সরকার। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই রায়কে চ্যালেঞ্জ জানাবে ভারত। এবং ভারতের তরফে যে বন্দি সেনাকর্মীদের সবরকম সম্ভাব্য আইনি সহায়তা করা হবে তা জানিয়েছে নয়াদিল্লি।

প্রাক্তন ওই সেনাকর্মীদের বিরুদ্ধে ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলেছে কাতার। জানা যাচ্ছে, এই ৮ জনই একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। ওই সংস্থা কাতার সেনাকে প্রশিক্ষণের কাজ করত। এর আগে একাধিক বার প্রাক্তন ওই সেনা কর্মীদের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে আদালতে। অবশেষে বৃহস্পতিবার এই মামলার রায় দিয়েছে আদালত।
প্রাক্তন ওই নৌসেনা কর্মীদের মৃত্যুদণ্ডের নির্দেশ প্রকাশ্যে আসার পর বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি পেশ করে জানানো হয়েছে, ”মৃত্যুদণ্ডের রায়ে আমরা স্তম্ভিত। বিস্তারিত রায়ের অপেক্ষায় রয়েছি। আমরা সাজাপ্রাপ্তদের পরিবারের সদস্য ও আইনজ্ঞদের দলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। সব রকম আইনি সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এই মামলাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। নিবিড়ভাবে একে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। সবরকম আইনি সহায়তা করব আমরা।”










































































































































