গাজা উপত্যকায় (Gaza Strip) ইজরায়েলের (Israel) হামলার নজিরবিহীন সমালোচনা করায় এবার চরম সমালোচনার মুখে পড়তে হল রাষ্ট্রসংঘের মহাসচিব (UN Chief) অ্যান্তোনিও গুতেরেসকে (Antonio Guterres)। এবার তাঁর পদত্যাগ দাবি করেছে তেল আভিভ। রাষ্ট্রসংঘে নিযুক্ত ইজরাইলের রাষ্ট্রদূত গিলার্ড ইর্ডানের অভিযোগ, গুতেরেসের এমন বক্তব্য ‘জঘন্য’ এবং ‘ভয়ানক’। মঙ্গলবার নিরাপত্তা পরিষদের সদস্যদের উদ্দেশে গুতেরেস বলেন, ইজরায়েলে হামাসের হামলা অকারণে হয়নি। দীর্ঘদিন ধরে গাজাবাসীকে তাঁদের অধিকার থেকে বঞ্চিত রাখার কারণেই এমন ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে গুতেরেস বলেছেন, এটি স্বীকার করে নিতে হবে ইজরায়েলে হামাসের হামলা এমনিই হয়নি। প্যালেস্টাইনের মানুষ ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের মধ্যে রয়েছেন। তাঁরা দেখেছেন তাঁদের ভূখণ্ড স্থিরভাবে গ্রাস করা হয়েছে। তাঁরা হিংসায় জর্জরিত হয়েছেন, তাঁদের অর্থনীতির গলা টিপে রাখা হয়েছে, তাঁদের বাস্তুচ্যুত করা হয়েছে এবং বাড়ি-ঘর ভেঙে ফেলা হয়েছে। এই সমস্যা সমাধানের যে আশা তাঁদের ছিল সেটি হারিয়ে যাচ্ছে। তবে তিনি আরও জানিয়েছেন, প্যালেস্টাইনিদের দুর্দশা দিয়ে হামাসের হামলাকে বৈধতা দেওয়া যাবে না। রাষ্ট্রসংঘের মহাসচিব আরও বলেছেন, এ ধরনের কঠিন মুহূর্তে, নীতির উপর ঠিক থাকা খুবই জরুরি। তবে গুতেরেসের এমন বক্তব্যের পর চরম ক্ষুব্ধ ইজরায়েল।










































































































































