দশমীর দিন পাগল কুকুরের তা.ণ্ডব, জ.খম কমপক্ষে ৪০

0
1

উন্মাদের মতো ছোটাছুটি। মানুষ দেখলেই ঝাঁপিয়ে পড়ছে। শরীরেই বসিয়ে দিচ্ছে দাঁত-নখ। দশমীতে এক পাগল কুকুরের কামড়ে আক্রান্ত হলেন একের পর এক বাসিন্দা। তার তাণ্ডব থেকে রেহাই নেই শিশু, মহিলা, বৃদ্ধর। ঘটনা হুগলির তারকেশ্বরে। দশমীর দিন বিকেল পর্যন্ত ওই কুকুরের কামড়ে কমপক্ষে ৪০ জন আক্রান্ত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর।

আক্রান্তরা মূলত মাদপুর, মনোহর পুর, কলাপুকুর, মহেশপুর গ্রামের বাসিন্দা বলেই খবর। একসঙ্গে এত কুকুরে কামড়ানো রোগী সামাল দিতে দশমীর দিন ছুটি বাতিল করে হাসপাতালে ছুটে যেতে হল একাধিক চিকিৎসককে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে তারকেশ্বরের বালিগড়ি এক ও দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে। তবে মঙ্গলবার রাতের পর থেকে পাগল কুকুরটিকে আর এলাকায় দেখা যায়নি।