বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মাতলেন সাংসদ অপরূপা পোদ্দার

0
2

বিজয়া দশমী। হিন্দু ধর্মালম্বীদের দুর্গা প্রতিমা বিসর্জনের দিন। দুর্গা মাকে বিদায় জানানোর পাশাপাশি এই দিন বিবাহিত নারীরা মেতে ওঠেন সিঁদুর খেলা ও মিষ্টিমুখে।

দশমীতে দেবী দুর্গা ফিরছেন তার স্বামীর কাছে। তাই দেবীকেও  লাল রঙে রাঙিয়ে বিদায় জানানোর রীতি প্রচলিত।অন্যদিকে একটি লৌকিক বিশ্বাসও রয়েছে দশমীর এই রীতি ঘিরে। দেবী দুর্গা তো আদতে বাড়ির মেয়ে। বাড়ির মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর আগে মিষ্টিমুখ করাতে হয়‌। এরপর সিঁদুর ও আলতা পরিয়ে বিদায় জানানোর রীতি রয়েছে।সেই রীতি মেনেই পারুল মিলন মঞ্চে সমস্ত গ্রামবাসীদের নিয়ে সিঁদুর খেলায় মাতলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। আনন্দের গান-নাচ-সিঁদুর খেলা, সবমিলিয়ে মাকে বিদায় জানানোর আগে আনন্দে মাতলেন সবাই।