নাগোরদোলায় উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক নাবালিকার। গুরুতর আহত আরও এক শিশু। ইন্দোরের (Indore) ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। নবরাত্রি (Navratri) উপলক্ষে মেলা বসেছিল ইন্ডোরে। আর সেই মেলায় নাগোরদোলা চড়তে উঠেছিল একটি পরিবার। তাদের মধ্যে ছিল এক পুত্র ও কন্যা। জানা গিয়েছে, রবিবার নাগোরদোলা থেকে নামার পর নিচে পড়ে থাকা বিদ্যুতের তারে পা দেয় ওই কিশোর। তখনই বিদ্যুস্পৃষ্ট হয়ে যায় সে। এদিকে ভাইয়ের পাশাপাশি তাঁর দিদিও ওই তারে পা দেয়। সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে।
তড়িঘড়ি ভাইবোনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন নাবালিকাকে। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এদিকে মৃত কিশোরী দশম শ্রেণির ছাত্রী ছিল। তবে গোটা ঘটনায় পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলেছে পরিবার। তাঁদের দাবি, এত বড় দুর্ঘটনা ঘটার পরও পুলিশ দ্রুততার সঙ্গে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেনি। সেই কারণেই মৃত্যু হয়েছে তাঁদের মেয়ের।