বেনজির ঘটনার সাক্ষী থাকল গুজরাট হাই কোর্ট। উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়লেন দুই বিচারপতি। শেষপর্যন্ত একজন বিচারপতি ক্ষমা চাইলেন, তবে শান্ত হল পরিস্থিতি ।
ঘটনার সূত্রপাত, গত সোমবার । একটি মামলায় রায় দিতে গিয়ে ভিন্ন মত পোষণ করেন বিচারপতি বীরেন বৈষ্ণো ও বিচারপতি মৌনা ভাট। উত্তপ্ত পরিস্থিতির ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে । পরে অবশ্য ইউটিউব থেকে তা মুছে দেওয়া হয়।
জানা গিয়েছে, বর্ষীয়ান বিচারপতি বৈষ্ণো এক মামলার রায় দিচ্ছিলেন। তা পছন্দ হয়নি বিচারপতি ভাটের। তিনি অন্যজনকে কিছু বলতে চাইছিলেন। এই আচরণেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বিচারপতি বৈষ্ণো। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, মতানৈক্য থাকলে বিচারপতি ভাট যেন আলাদা রায় দেন, কানে গুনগুন না করে। পরে তিনি আদালত কক্ষ থেকেও বেরিয়ে যান। যদিও মঙ্গলবার তিনি ক্ষমা চেয়েছেন বিচারপতি ভাটের কাছে।





































































































































