চলন্ত ট্রেনেই অগ্নিকাণ্ড। আগ্রা স্টেশনের কাছে পাতালকোট এক্সপ্রেসে অগ্নিকাণ্ড। ট্রেনের দুটি কোচে আগুন লেগে যায়। তবে ট্রেনের চালকের তৎপরতায় বড় বিপদ এড়ানো গিয়েছে। অন্যান্য কামরায় আগুন ছড়ানোর আগেই ট্রেনটি থামিয়ে দেওয়া হয় এবং কোচ দুটি আলাদা করা হয় বলে রেলের তরফে জানানো হয়েছে।
জানা গিয়েছে, এদিন ট্রেনটি আগ্রা স্টেশন ছেড়ে কিছুদূর যেতেই চতুর্থ কোচে আগুন দেখা যায়। চতুর্থ কোচের যাত্রীরাই প্রথমে কালো ধোঁয়া বেরোতে দেখতে পান। সঙ্গে সঙ্গে ট্রেনের চালককে খবর দেওয়া হয়। খবর পেয়ে মাঝপথেই তড়িঘড়ি ট্রেনটি থামিয়ে দেন চালক। এরপর অন্যান্য রেলকর্মীরাও ঘটনাস্থলে আসেন এবং অগ্নিদগ্ধ কোচ দুটি ট্রেন থেকে আলাদা করা হয়। এই অগ্নিকাণ্ডে ২ জন আহত হয়েছেন। ট্রেনটি থামিয়ে কোচটি খালি করা হয়েছে। যাত্রীরা সুরক্ষিত রয়েছেন বলে রেলের তরফে জানানো হয়েছে। আগুন লাগার কারণও স্পষ্ট নয়। তদন্ত চলছে।