চলছে ভারতের মাটিতে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপে ভারতের ম্যাচ ছাড়া প্রায় প্রতিটি স্টেডিয়ামই ফাঁকা দেখা যাচ্ছে। স্টেডিয়ামে সমর্থকদের যেরকম আশা করা হচ্ছিল, রোহিত শর্মা-বিরাট কোহলিদের ম্যাচ ছাড়া। আর এই কারণে যা চিন্তা বাড়াচ্ছে আয়োজক একাধিক রাজ্য ক্রিকেট সংস্থার। এই পরিস্থিতিতে এবার অভিনব সিদ্ধান্ত নিল মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে হতে চলা প্রতিটি বিশ্বকাপ ম্যাচে সকল দর্শকদের বিনামূল্যে পপকর্ন ও ঠান্ডা পানীয় দেওয়া হবে জানান হল এমসিএ পক্ষ থেকে।
এই নিয়ে এদিন এমসিএর সভাপতি অমোল কালে বলেন,”আমিই প্রস্তাব দিয়েছিলাম দর্শকদের বিনামূল্যে পপকর্ন এবং ঠান্ডা পানীয় দেওয়ার। যাঁরাই মাঠে আসবেন খেলা দেখতে, তাঁদের প্রত্যেককে দেওয়া হবে। মাঠে ঢোকার সময় টিকিট পাঞ্চ করানোর সঙ্গে সঙ্গে তাঁদের হাতে দেওয়া হবে পপকর্ন এবং ঠান্ডা পানীয়। এমসিএ থেকে এই পুরো খরচ করা হবে। ভারত-শ্রীলঙ্কা ম্যাচ থেকে এটা শুরু হবে। চলবে সেমিফাইনাল পর্যন্ত। আমার এই প্রস্তাব সংস্থার সকলে মেনে নিয়েছে।” জানা যাচ্ছে, তবে এই খাবার শুধু একবারই দেওয়া হবে এবং এটি কেবলমাত্র সাধারণ দর্শকদের জন্যই।
এদিকে ভারতের ম্যাচের আগের দিন সচিন তেন্ডুলকরের একটি মূর্তি উন্মোচন করা হবে ওয়াংখেড়েতে। এমনটা জানান এমসিএর সভাপতি।
আরও পড়ুন:ইংল্যান্ডের বিরুদ্ধে কি খেলবেন হার্দিক?