কো.ভিডকে ছাপিয়ে যেতে পারে, চিনের হাইনান দ্বীপে নতুন ৮ ভা.ইরাসের হদিশ!

0
1

চিনের গবেষকরা সেদেশের দক্ষিণ উপকূলের অবস্থিত একটি দ্বীপ হাইনানে নতুন আটটি ভাইরাসের হদিশ পেলেন। জানা গিয়েছে হায়নান দ্বীপের আবহাওয়া প্রচন্ড গরম। এই জায়গায় আগে কখনও এই ধরনের ভাইরাস দেখা যায়নি। গবেষকরা দাবি করেছেন, ভাইরাসগুলি ইঁদুরের মধ্যে পাওয়া গেছে। তারা সতর্ক করেছেন যে, এই ভাইরাসগুলি থেকে মানুষের সংক্রামিত হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র তাই নয়, এই ভাইরাস গুলি এত দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে , যে সেগুলি কোভিডের চেয়েও মারাত্মক হতে পারে বলে মত প্রকাশ করেছেন গবেষকরা।

কোভিডের সংক্রমণ থেকে শিক্ষা নিয়ে
ভবিষ্যতের মহামারি থেকে বিশ্বকে বাঁচাতে গবেষকরা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে এই আবিষ্কারটি করেছেন। তারা হাইনানের ইঁদুর থেকে প্রায় ৭০০ টি নমুনা নিয়েছিলেন । এখান থেকেই এই আটটি নতুন ভাইরাস খুঁজে পাওয়া গিয়েছে। ভাইরাসগুলির মধ্যে একটি SARS-CoV-2 একই পরিবারের অন্তর্গত, যে ভাইরাসটি COVID-19 সৃষ্টি করার নেপথ্যে ছিল বলে দাবি করেছেন গবেষকরা।ফলাফলগুলি ভাইরোলজিকা সিনিকা জার্নালে সম্প্রতি প্রকাশিত হয়েছিল । বিজ্ঞানীরা ভাইরাসগুলির উপর আরও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে দেখতে চাইছেন মানুষের উপর তাদের প্রভাব ঠিক কী হতে পারে।