দুর্গাপুজো শেষ। দলের সাংসদ, বিধায়ক-সহ দলীয় সহকর্মী ও বিশিষ্ট ব্যক্তিদের বিজয়ার শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। রাজ্যের সব বিধায়কই মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা চিঠি পেয়েছেন।
চিঠিতে প্রত্যেকের নাম ধরে মুখ্যমন্ত্রী (Mamata Bandopadhyay) লিখেছেন, সমাজের সকলে সম্প্রীতি ও সৌহার্দ্যের দুর্গাপুজো উদযাপন করেছেন। এই সানন্দ সহযোগিতার জন্য সকলের কাছে আমরা কৃতজ্ঞ। একই সঙ্গে বিধায়কদের দীপাবলিরও আগাম শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মমতা লিখেছেন, আসছে আলোর উৎসব দীপাবলি ও শ্যামপূজা। আপনাদের সবার জন্য রইল দীপাবলির আগাম শুভেচ্ছা ও অনেক অনেক শুভকামনা। সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এবং শান্তিপূর্ণ অংশগ্রহণে আগামী উৎসবের দিনগুলিতেও হয়ে উঠবে আনন্দমুখর ও স্মরণীয়— এই আশা রাখি। শুভেচ্ছাবার্তা শেষে মুখ্যমন্ত্রী সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন। নেত্রীর শুভেচ্ছাবার্তা পেয়ে যারপরনাই উল্লসিত প্রত্যেকেই। তাঁরাও পাল্টা ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে।