বুধবার একটি পথদুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিবিটি রোডের চন্দননগর এলাকায়। মর্মান্তিক ঘটনায় এক কিশোরের মৃত্যু এবং অন্য একজনের অঙ্গহানি ঘটেছে। মৃতদেহ আটকে বিক্ষোভ স্থানীয়দের। পুলিশকে মৃতদেহ উদ্ধারে বাধা দিয়েছে উত্তেজিত জনতা।

জানা গিয়েছে, বুধবার দুপুরে মহেশতলার বজবজ ট্রাঙ্ক রোডের পাশে রাস্তা পারাপারের জন্য দুই কিশোর অপেক্ষা করছিল। সেই সময় বেপরোয়া গতির একটি ট্যাঙ্কার তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় এক কিশোরের। আরেকজনের দুটি হাত বাদ যায়। জখম কিশোরকে তড়িঘড়ি উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। বজবজ ট্রাঙ্ক রোডে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করে। এলাকায় পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। দেহ উদ্ধারে বাধা দেওয়া হয় পুলিশকে।
আরও পড়ুন- র্যা.ঙ্কিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ, সিলেবাস শেষ করতে বা.ড়তি ক্লাসের উদ্যোগ একাধিক স্কুলে!


































































































































