র‌্যা.ঙ্কিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ, সিলেবাস শেষ করতে বা.ড়তি ক্লাসের উদ্যোগ একাধিক স্কুলে!

0
3

নানান কারণে চলতি বছরে অনেকটা সময় বন্ধ ছিল স্কুল। ফলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বহু বিষয়ের সিলেবাস শেষই করতে পারেননি শিক্ষকরা। এদিকে ফাইনাল পরীক্ষাও বিশেষ দেরি নেই। তাই দ্রুত সিলেবাস শেষ করতে পুজোর ছুটিতে বাড়তি ক্লাসের ব্যবস্থা করছে রাজ্যের একাধিক স্কুল।

আসলে অধিকাংশ স্কুলের কাছে এছাড়া বিকল্প কোনও উপায় নেই। যদিও পুজোর ছুটিতে শিক্ষকরা ক্লাস নেবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এক্ষেত্রে পদোন্নতি, র‌্যাঙ্কিংয়ের মতো বিষয়গুলিকে কাজে লাগাতে চাইছে সংশ্লিষ্ট স্কুলগুলি।

পঞ্চায়েত ভোট, প্রাকৃতিক বিপর্যয় সহ নানান কারণে চলতি বছরে মাত্র কয়েক মাস ক্লাস হয়েছে। এদিকে সিলেবাস শেষ না করে পরীক্ষা নেওয়াটাও সম্ভব নয়। এমন আবহে বুধবার রাজ্যের তরফে র‌্যাঙ্কিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এর পরেই নড়েচড়ে বসেছে স্কুলগুলি। বাড়তি ক্লাসের তৎপরতা শুরু হয়েছে স্কুল কর্তৃপক্ষের অন্দরে।
প্রধান শিক্ষকদের বক্তব্য, কারা বাড়তি ক্লাস নিচ্ছে, সেটা র‌্যাঙ্কিংয়ে হয়ত দেখা হবে। ভালো ফল হলে সেটা তো র‌্যাঙ্ক উন্নত করবেই। এছাড়া, স্কুল শিক্ষকদের পদোন্নতি শুরু করছে সরকার। সেখানে শিক্ষকদের পড়ানোর মান, ধরন, বাড়তি উদ্যোগ নেওয়ার উৎসাহ, প্রভৃতিও দেখা হবে। তাই এক্ষেত্রে তাঁদের সামনে সুযোগ রয়েছে নিজেদের প্রমাণের।
এখন দেখার সরকারি এই নির্দেশিকা বাড়তি ক্লাস নিতে কতটা উৎসাহিত করে শিক্ষকদের।