কৈলাসের পথে উমা: দশমীতে মহানগরে নির্বিঘ্নে এগারোশোর বেশি প্রতিমা নিরঞ্জন

0
1

‘ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন’ ৷ পুজো শেষ। এবার উমার কৈলাশে ফেরার পালা ৷ জেলার বিভিন্ন প্রান্তে চলছে প্রতিমা নিরঞ্জন ৷ ইতিমধ্যেই প্রচুর প্রতিমা নিরঞ্জন হয়েছে। আজ মূলত বাড়ির প্রতিমা আর কিছু ক্লাবের পুজোর ভাসান হচ্ছে। বাবুঘাটের পাশাপাশি হাওড়ার বাজা কদমতলা ঘাটেও চলছে নিরঞ্জন।

কলকাতা পুরসভা সূত্রে খবর, গোটা কলকাতাজুড়ে আদিগঙ্গার যে কটি ঘাট রয়েছে, পুকুর রয়েছে, সব মিলিয়ে প্রায় এগারোশো প্রতিমার নিরঞ্জন হয়ে গিয়েছে। প্রতিটি ঘাটেই নিরাপত্তা মোতায়েন রয়েছে। চলছে বিসর্জন প্রক্রিয়া। এখনও পর্যন্ত বাজা কদমতলা ঘাট ২৯০ জাজেস ঘাট- ৪১৮ নিমতলা ঘাট – ৩০ সর্বমঙ্গলা ঘাট- ৪২ বাগবাজার ঘাট- ৬৬ কুমারটুলি ঘাট- ১৩ শোভাবাজার ঘাট- ১৩ চাঁপাতলা ঘাট-১২ মায়ের ঘাট-৮৯ ডিলারজ্যাং ঘাট-৭ রতনবাবু ঘাটে- ৫৪টি প্রতিমা নিরঞ্জন হয়েছে।

দশমীর সকাল থেকেই ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জন শুরু হয়৷ কলকাতা পুরসভার কর্মীদের পাশাপাশি, গঙ্গার ঘাটে মোতায়েন করা হয়েছিল বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ পাশাপাশি, গঙ্গাবক্ষে টহল দেয় রিভার ট্রাফিক পুলিশ ৷ দেবী প্রতিমা বিসর্জনের পরেই গঙ্গার ঘাটে চলে কোলাকুলি ও মিষ্টিমুখ ৷

আরও পড়ুন- প্রসব য.ন্ত্রণায় ছট.ফট করছিলেন অ.ন্তঃসত্ত্বা! পুজোর ভিড় ঠেলে যুবতীকে হাসপাতালে পৌঁছতে ‘মসিহা’ পুলিশ