আসন্ন বিধানসভা ভোটের প্রচারে ৭ নভেম্বর উত্তর-পূর্বের ছোট রাজ্য মিজোরামে দলের হয়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদি তিনি পাশে পাবেন না মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গাকে।
মুখ্যমন্ত্রী পরিস্কার জানিয়েছেন, মোদির সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে সভা করা তাঁর পক্ষে সম্ভব নয়। জোরামথাঙ্গার দল মিজো ন্যাশনাল ফ্রন্টের বিজেপির শরিক দল। এরপরই ভোটমুখী রাজ্যে তুমুল শোরগোল শুরু পড়ে গিয়েছে।স্বভাবতই মুখ্যমন্ত্রীর ঘোষণায় চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি। এর প্রভাব লোকসভা ভোটেও পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
সাক্ষাৎকারে মিজোরামের মুখ্যমন্ত্রী বলেছেন, মণিপুর পরিস্থিতির জন্য সম্পূর্ণ ব্যর্থ কেন্দ্র। তাই এই সিদ্ধান্ত। মিজোদের সঙ্গে মণিপুরের কুকিদের জাতিগত সম্পর্ক রয়েছে। মণিপুরে সংখ্যাগরিষ্ঠ মৈতেই সম্প্রদায়ের লোকেরা কুকিদের রাজ্য ছাড়া করেছে। তারা শত শত চার্চ পুড়িয়ে দিয়েছে। তাঁর কথায় মণিপুরে যা হয়েছে তা মিজোরামের উপরও আঘাত। মিজোরামের সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্টান।
অন্যদিকে, কংগ্রেস-সহ অন্যান্য দলগুলি প্রশ্ন তুলেছে কেন এমএনএফ বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ছেড়ে বেরিয়ে আসছে না। কিছুটা চাপে পড়েই জোরামথাঙ্গা বা তাঁর দল
এবার মোদি ও বিজেপির সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে।