গাজার বিভিন্ন হা.সপাতালে বিদ্যুতের জোগান অনিয়মিত, একাধিক শিশু মৃ.ত্যুর আ.শঙ্কা

0
2

ইজরায়েলে ১৭ দিনের যুদ্ধে মারা গিয়েছেন গাজার ৫ হাজারের বেশি প্যালেস্তিনীয় নাগরিক। শুধুমাত্র তাই নয়, এদের প্রায় অর্ধেকই শিশু! এই তথ্য দিয়েছে সে দেশের স্বাস্থ্য দফতর। এরই মধ্যে ইজরায়েলি অবরোধের জেরে গাজার বিভিন্ন হাসপাতালে বিদ্যুতের জোগান অনিয়মিত হয়ে পড়েছে। ফলে ফের একাধিক শিশু মৃত্যুর আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষত ইনকিউবেটরে থাকা শিশু, আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের বড় অংশের মৃত্যুর আশঙ্কা দেখা দিয়েছে।

জানা গিয়েছে ইজরায়েল বিদ্যুৎ সরবরাহ বন্ধ করায় জেনারেটরের সাহায্যে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা চালানো হচ্ছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ‘প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবায় ব্যাঘাত ঘটলে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। হাসাপাতালের প্রসূতি বিভাগে এখন ৫৫টি শিশু রয়েছে। পাঁচ মিনিটের জন্য বিদ্যুৎ চলে গেলে তাদের সকলেই হয়ত মারা যাবে।

গাজার বিভিন্ন হাসপাতালে এখন বৈদ্যুতিক ইনকিউবেটরে ১৩০টি সদ্যোজাত শিশু রয়েছে। মোট ১৩টি হাসপাতালের রয়েছে আরও অনেক নবজাতক। কিন্তু মজুত জ্বালানির সঞ্চয় ক্রমশ কমে আসার কারণে জেনারেটর কত দিন চালু রাখা যাবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সবমিলিয়ে যা পরিস্থিতি ডিজেল কমে আসায় জেনারেটর বন্ধ হয়ে যাবে, ফের বেঘোরে প্রাণ যেতে পারে একাধিক শিশুর।