মুম্বইয়ের বোরিভেলির (ওয়েস্ট) আবাসনে বিধ্বংসী আগুন। মৃত্যু হল আইপিএলের প্রাক্তন ক্রিকেটার পল ভলথাটির দিদি ও ভাগ্নের। সোমবার সকালে সেই ঘটনায় শোকের ছায়া। গুরুতর আহত হয়েছেন তিনজন।
আবাসিকরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় ওই আবাসনেই ছিলেন ভলথাটি। তিনি পাঞ্জাব কিংসের হয়ে খেলতেন। আবাসনে আটকে পড়া মানুষদের উদ্ধারের কাজেও তিনি হাত লাগান।
বোরিভেলির সাইবাবা নগরের কাছে ওই আবাসনের ‘এফ উইং’-য়ে সোমবার সকালে প্রথম তলের রান্নাঘরে আগুন লাগে। দ্রুত আবাসনের অন্যত্র আগুন ছড়িয়ে পড়ে। প্রথম তল থেকে আগুন ছড়িয়ে পড়লেও ওই তলের আবাসিকদের বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু চতুর্থ তলে ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি হয়।
এই অগ্নিকাণ্ডে ভলথাটির দিদি গ্লোরি রবার্টস (৪৩ বছর) ও ভাগ্নে জোশুয়ার (আট বছর) মৃত্যু হয়েছে। তাঁরা ওই আবাসানের ৪২০ নম্বর এবং ৪২১ নম্বর ফ্ল্যাটে থাকতেন। আবাসনের সচিব নীলেশ দেশাই জানিয়েছেন, আহত অবস্থায় ভলথাটির দিদি এবং ভাগ্নেকে উদ্ধার করে শতাব্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
প্রসঙ্গত, দীর্ঘদিন খেললেও আইপিএলের মঞ্চে পরিচিতি পান ভলথাটি। ২০১১ সালের আইপিএলে কিংস ইলেভন পাঞ্জাবের হয়ে অসাধারণ শতরান করেছিলেন। তারপরই লাইমলাইটে চলে এসেছিলেন। ২০০২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলেও ছিলেন।





































































































































