বিজেপি সম্পূর্ণ RSS দ্বারা নিয়ন্ত্রিত। বারবার অভিযোগ করেছে বিরোধীরা। প্রকাশ্যে দূরত্ব বজায় রাখার যতই চেষ্টা করুক না কেন গেরুয়া শিবির, তাদের উপর আরএসএস প্রভাব প্রমাণিত। দশেরার অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagawat) মন্তব্যই তার প্রকৃষ্ট উদাহরণ। মঙ্গলবার নাগপুরে আরএসএস-এর দশেরা সভায় মোহন ভাগবত রীতিমতো রামমন্দির উদ্বোধনের দিন ঘোষণা করে দিলেন। জানালেন, ২২ জানুয়ারি রামলালাকে রামমন্দিরে প্রতিষ্ঠা করা হবে। সেদিন দেশজুড়ে কর্মসূচি পালন করা হবে বলেও ঘোষণা করেন RSS প্রধান।
এদিন দিল্লিতে (Delhi) রাবন দহনের অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রী বলেন আর মাসের মধ্যেই রাম মন্দিরের উদ্বোধন। তবে, মোহন ভগবত একেবারে দিনক্ষণই ঘোষণা করে দিয়েছেন। অযোধ্যার মন্দির চত্বরে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। রাম মন্দির নির্মাণ ট্রাস্ট জানিয়েছে, প্রধানমন্ত্রীই মন্দিরের উদ্বোধন করবেন। ট্রাস্ট জানিয়েছিল, জানুয়ারির তৃতীয় সপ্তাহে মন্দির উদ্বোধন হবে। তবে আরএসএস প্রধান এদিন জানালেন, ২২ জানুয়ারি রামলালাকে প্রতিষ্ঠা করা হবে। ১৪ জানুয়ারি থেকে টানা দশদিন ধরে চলবে উৎসব। ভাগবত এও জানান, যেহেতু প্রধানমন্ত্রী যাবেন সুতরাং নিরাপত্তার কড়াকড়ি থাকবে। ফলে তাঁরা যেতে পারবেন না। সেই কারণে ওইদিন দেশজুড়ে কর্মসূচি পালন করবে আরএসএস।
আরও পড়ুন: ধে.য়ে আসছে ‘হামুন’! ঘূর্ণিঝড় মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণ রাজ্যের, জারি স.তর্কতাও
এদিন আসন্ন লোকসভা নির্বাচনের জন্য দেশবাসীর উদ্দেশ্যে আরএসএস প্রধানের বার্তা, ভারতীয় জনগণের সবকিছুর অভিজ্ঞতা রয়েছে। মন শান্ত করে ভাবুন, কে ভালো কাজ করেছে। যারা সেরা তাদের ভোট দিন।