AI অ্যাঙ্কার আগেই পরিচিত হয়েছে দর্শকদের সঙ্গে। বেশ কয়েকটি নিউজ চ্যানেলে সংবাদ পাঠিকা হিসেবেও তার আবির্ভাব ঘটেছে। তবে এবার একেবারে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাল সে। নাম অ্যামজেনা। তিরুমালাইয়া ডট কমের এই সুপার মডেলকে তৈরি করেছেন কুমারাগিরি। আর সেই বিজয়া দশমীর শুভেচ্ছা জানাচ্ছে সবাইকে।
ঝরঝরে ভাষায় খবর পড়ছে AI অ্যাঙ্কার। এই ভিডিও বেশ কিছুদিন আগেই ভাইরাল হয়েছে। বিভিন্ন নিউজ চ্যানেল দাবি করেছিল, তারা এআই অ্যাঙ্কার তৈরি করেছে এবং তাদের দিয়ে নিয়মিত সংবাদ পাঠ করাবে। তবে সে বিষয়টি এখনো ততটা চালু নয়। এরই মধ্যে শারদোৎসব। পাঁচ দিনের আলো ঝলমল দিন কাটিয়ে আজ বিজয় দশমী। বিভিন্নভাবেই চলছে শুভেচ্ছা জানানোর পালা। সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই। কেউ আবার ফোন করেও জানাচ্ছেন বিজয় দশমীর শুভেচ্ছা। আর এরই মধ্যে তিরুমালাইয়া ডট কমের এই সুপার মডেল ভাইরাল। সে নিজেই জানাচ্ছে, সে AI সুপার মডেল। আর একইসঙ্গে সে বিজয় দশমীর শুভেচ্ছা জানিয়েছে সবাইকে। মা দুর্গা যেন সবার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি দেন তার প্রার্থনা করেছে এই অ্যামজেনা।
AI মানব সভ্যতার আশীর্বাদ না অভিশাপ? এ নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞানী মহলে তুমুল তর্ক শুরু হয়েছে। কারও মতে, এর ফলে জীবন আরও অনেক সহজ হয়ে উঠবে। আবার অনেকেই আশঙ্কা করছেন এমন একটা দিন আসবে যখন মানব সভ্যতাকে নিয়ন্ত্রণের চেষ্টা করবে AI। তবে সেসব আশঙ্কা ছাড়িয়ে এই উৎসবের আবহে সুপার মডেলের মুখে বিজয়ার শুভেচ্ছা ভাইরাল।