মাহসা আমিনির মৃত্যুর খবর করার ‘অপরাধ’, দুই সাংবাদিকের শাস্তি ইরানে

0
1

হিজাব না পরার অপরাধে ইরানের পুলিশের হেফাজতে মৃত্যু হয়েছিল মাহসা আমিনির (Mahsa Amini)। ২০২২ সালে ঘটার সেই ঘটনায় মাহসা আমিনির মৃত্যুর খবর প্রকাশ্যে আনা দুই সাংবাদিককে ৭ বছরের কারাদণ্ড দিলো ইরানের প্রশাসন। তাদের বিরুদ্ধে অভিযোগ ওই দুই সাংবাদিক আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে জাতীয় সুরক্ষা বিঘ্নিত করেছেন।

ইরানের আইনি খবরের ওয়েবসাইট মিজান সূত্রে জানা জানা গিয়েছে, অভিযুক্ত দুই সাংবাদিকের নাম নিলুফার হামেদি ও ইলাহিহ মহম্মদি। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে হিজাব না পরার কারণে গ্রেপ্তারি ও পরে পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যু- এই গোটা খবর বিশ্বের দরবারে প্রকাশ করেছিলেন নিলুফার। অন্যদিকে, মাহসার শেষকৃত্যের খবর কভার করেন ইলাহিহ। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে বিচার চলে দুই মহিলা সাংবাদিকের বিরুদ্ধে। সম্প্রতি তেহরানের একটি আদালতে দোষী সাব্যস্ত হন ওই দুই সাংবাদিক। বলা হয় আমেরিকার সঙ্গে ষড়যন্ত্র করে দেশে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন তারা। দেশের সুরক্ষা বিঘ্নিত হয়েছে তাদের আচরণে। এই অপরাধী সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় দুই মহিলা সাংবাদিককে।

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসেই দুই সাংবাদিককে পুরস্কৃত করেছিল আমেরিকা। সত্য ও বিশ্বাসযোগ্যতার প্রতি আনুগত্যের পুরস্কার পেয়েছিলেন তাঁরা। উল্লেখ্য, চলতি মাসেই একইভাবে পুলিশি হেফাজতে বেধড়ক মারধর করা হয় আরেক ইরানি কিশোরী আরমিতা জেরাভান্দকে। বেশ কয়েকদিন যমে-মানুষে টানাটানির পরে রবিবার তার ব্রেন ডেথের খবর মিলেছে। তবে ঘটনাটি চেপে যাওয়ার জন্য তার পরিবারের উপর চাপ তৈরি করছে প্রশাসন।