আগামী ৬ ঘণ্টায় সুপার সাই.ক্লোন, বিসর্জনে বি.পর্যয়ের আশ.ঙ্কা!

0
1

দীঘা (Digha ) থেকে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম প্রায় ৫১০ কিলোমিটার দূরে ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ। হাওয়া অফিস (Alipore Weather Department) বলছে এর গতিপথ উত্তর ও উত্তর পূর্ব দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৬ ঘণ্টায় এটি অতি শক্তিশালী আকার নেবে (Cyclone Alert) । যার ফলে দুর্গাপুজোর বিসর্জনে বড় বিপর্যয়ের আশঙ্কা।

রাত পোহালেই বাতাসে বেজে উঠবে বিসর্জনের সুর। এক বছরের জন্য আবার প্রতীক্ষা শুরু। এ বছর ২৭ তারিখ পুজো কার্নিভালের আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু বাড়ির পুজোর প্রতিমা নিরঞ্জন রীতি মেনে দশমী তিথিতেই হয়ে থাকে। সেক্ষেত্রে ঘূর্ণিঝড় এবং গভীর নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে ভাসতে পারে দেবীর বিসর্জন লগ্ন। আলিপুর আবহাওয়া দফতর বলছে বুধবার অর্থাৎ ২৫ তারিখ সন্ধ্যা নাগাদ বাংলাদেশে উপকূলেই সাইক্লোনের ল্যান্ডফল হবে। এর প্রভাব দক্ষিণবঙ্গে সরাসরি না পড়বেনা, কিন্তু বৃষ্টির জেরে সমস্যা বাড়বে। আগামিকাল দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতায় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলে তীব্র জলোচ্ছ্বাস দেখা যেতে পারে। ২৫ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।