সোমবার মহানবমী (Maha Navami)। এই বছরের মতো বাপের বাড়িতে আজ উমার শেষ দিন। তাই নবমীর রাত থেকেই যেন বিদায় ঘণ্টা বেজে ওঠে মণ্ডপে মণ্ডপে। নবমীর সন্ধ্যা আরতির পর বিষাদের সুর বাজে সর্বত্র। তবে শেষবেলাকে স্মরণীয় করে রাখতে উৎসবের মেজাজ শহর তথা রাজ্য জুড়ে। সোমবার মহানবমী উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন নিজের এক্স হ্যাণ্ডেলে মমতা লেখেন, সকলকে জানাই মহানবমীর শুভেচ্ছা।
— Mamata Banerjee (@MamataOfficial) October 23, 2023
দুর্গাপুজোর নবমী তিথি কিংবা নবরাত্রির শেষ দিন এদিন দুর্গার সিদ্ধিদাত্রী রূপের পুজো করা হয়। এই রূপের অর্থ হল সিদ্ধিদানকারী দেবী। মহানবমীর দিন মা সিদ্ধিদাত্রীকে পূর্ণ ভক্তি-সহকারে পুজো করা হয়। এই দিনে যজ্ঞ ও কন্যা পুজোর মধ্য দিয়ে শেষ হয় পবিত্র শারদীয়া।