মহানবমী উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

0
1

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই সবাইকে বিদায় জানাবেন মা দুর্গা (Durga Pujo)। তবে শেষ হোক বা শুরু পুজোকে কেন্দ্র করে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো। সোমবার মহানবমী উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, সকলকে মহানবমীর শুভ কামনা জানাই। এছাড়াও সকলের সুস্বাস্থ্যের কামনা করেন তিনি।

মহানবমীর পুজো শারদীয়া মহাপুজা নামে খ্যাত। তবে ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত সমস্ত তিথিকেই মহা তিথি বলা হয়ে থাকে। যদিও শাস্ত্রজ্ঞদের মতে, দুর্গাপুজোর তিথিগুলিতে মাহাত্ম্য আরোপের জন্য ‘মহা’ যোগ করা হয়, এতে বাচনে মহাতৃপ্তি লাভ করা যায়, কিন্তু তিথি মতে তা শব্দের অপব্যবহার। নবমীর দিন মন ভারাক্রান্ত হয়ে ওঠে সকলের। এত আনন্দ, এত দিনের তোরজোড় সবই তো শেষের পথে। যেহেতু পুজোর শেষ দিন তাই যতটা আনন্দে থাকা যায় ততই ভাল। দুর্গোৎসবের নবম দিন হওয়ার পাশাপাশি আজ নবরাত্রিরও নবম দিন। এই দিনে পুজো করা হয় দেবীর সিদ্ধিদাত্রী রূপের।