টাকা নিয়ে বি.বাদের জের! সন্তানের কীর্তিতে ম.র্মান্তিক পরিণতি বাবা-মায়ের  

0
1

সপ্তমীর রাতে চরম নৃশংসতার সাক্ষী জলপাইগুড়ি (Jalpaiguri)। স্থানীয় সূত্রে খবর, এদিন পুজো মণ্ডপ থেকে বাড়ি ফিরে বাবা ও মাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ছেলের। ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয় বলে খবর। এদিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বাবা। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, টাকা পয়সা নিয়ে বিবাদের জেরেই এই ঘটনা।

পুলিশ সূত্রে খবর, জলপাইগুড়ির কেরানিপাড়ার বাসিন্দা মলয় নাগ ও ছবি নাগ। তাঁদের সন্তান সমার্থ নাগ। সপ্তমীর রাতে বাড়িতেই ছিলেন বৃদ্ধ দম্পতি। ছেলে ছিল পাড়ার পুজোয়। অভিযোগ, সেখান থেকে ফিরে আচমকাই বাবা-মায়ের সঙ্গে অশান্তি শুরু করে সমার্থ। ক্রমেই তা চরম আকার নেয়। অভিযোগ, সেই সময় ধারালো অস্ত্র দিয়ে বাবা-মাকে এলোপাথাড়ি কোপায় মদ্যপ যুবক।

ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় এলাকায়। আর্তনাদ শুনে ঘটনাস্থলে পৌঁছয় প্রতিবেশীরা। এদিকে তড়িঘড়ি আহত দম্পতিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা ছবি নাগকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মলয় নাগ। এদিকে অভিযুক্ত ছেলে সমার্থ নাগকে গ্রেফতার করেছে পুলিশ।