উৎসবে মেতে উঠেছে শহর কলকাতা থেকে রাজ্যের প্রতিটি প্রান্ত। তারই মধ্যে ফের বৃষ্টির (Rain) ভ্রুকুটির পুর্বাভাস শোনাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার রাত থেকেই বদলাতে চলেছে রাজ্যের আবহাওয়া। তবে কী সত্যিই উৎসবের শেষ দু’দিনে বৃষ্টির দাপটে মাটি হতে পারে পুজো?

হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে নবমী ও দশমীতে বৃষ্টির আশঙ্কা বাড়ছে। তবে অষ্টমী অর্থাৎ রবিবার বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। আজ সারাদিনে আরও গভীর নিম্নচাপে পরিণত হবে। উপকূল বরাবর এটি উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসতে পারে। যার অভিমুখ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একাংশ। আর সেকারণেই পুজোর শেষদিনে তৈরি হয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস।

তবে এদিন দুপুর পর্যন্ত রোদ ঝলমলেই কাটবে অষ্টমী। দুপুরের পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে অষ্টমী পেরোলেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।









































































































































