‘বিরাট নিজের জন‍্য খেলেছেন, দলের জন‍্য নয়’, বাংলাদেশ ম‍্যাচের পর কোহলিকে নিয়ে মন্তব্য পুজারার

0
1

বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন বিরাট কোহলি। ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তবে বিরাটের এই ইনিংসের পরই অনেকে প্রশ্ন তুলেছেন বিরাট দেশের জন‍্য নয়, নিজের জন‍্য খেলেছেন। একই মত বিরাটের সতীর্থ চেতেশ্বর পুজারার। তার মতে নিজের আগে দলকে প্রাধান্য দেওয়া উচিত। কিন্তু সেটা কোহলি দেখাননি।

এই নিয়ে পুজারা বলেন,” কোহলি শতরান করুক সেটা আমিও চাইছিলাম। কিন্তু ম্যাচ তাড়াতাড়ি শেষ করার ব্যাপারটাও মাথায় রাখতে হবে। যে কোনও দলই নেট রান রেট বাকিদের থেকে বেশি রাখতে চায়। যে ম্যাচে আসল লড়াই রান রেটের সঙ্গে, সেখানে পিছন ফিরে তাকানো উচিত নয়। এটা করা উচিত ছিল, ওটা করা উচিত ছিল, এই আক্ষেপ চলবে না।”

এরপরই  পুজারা আরও বলেন,”দল হিসাবে দেখলে আগে দলের কথাই মাথায় থাকা উচিত। আমি সেটাই মনে করি। আপনি নিজের মাইলফলক গড়তেই পারেন। কিন্তু দলের মূল্য দিয়ে নয়। খেলোয়াড় হিসাবে আপনার কাছে বিকল্প থাকতেই পারে। তবে কিছু কিছু খেলোয়াড় মনে করে শতরান করলে তারা পরের ম্যাচে খেলতে পারবে। নির্ভর করছে আপনার মানসিকতা কী রকম তার উপরে।”

আরও পড়ুন:রোহিতের ব‍্যাটিং-এ মুগ্ধ রাহুল, অধিনায়কের ব‍্যাটিং সম্পর্কে কী বললেন উইকেটরক্ষক ব‍্যাটার?