চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় দল। এখনও পযর্ন্ত চারটের মধ্যে চারটেতেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ব্যাটিং থেকে বোলিং বিশ্বকাপে একেবারে দেখা যাচ্ছে ব্যালেন্স দল ভারত। যা সুন্দরভাবে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। শুধু নেতৃত্ব দেওয়া নয়, দুরন্ত ব্যাটিং-এর সৌজন্যে নজিরও গড়েছেন রোহিত। প্রশংসা কুরাচ্ছেন ক্রিকেটপ্রেমীদের থেকে। শুধু ক্রিকেটপ্রেমী নয়, এবার রোহিতের ব্যাটিং নিয়ে মুখ খুললেন কে এল রাহুল। বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পর রোহিতের ব্যাটিং প্রশংসায় মাতলেন তিনি।
এই নিয়ে রাহুল বলেন,” আমি মনে করি না রোহিত সেই মানসিকতা নিয়ে চলেন, যে তিনি বোলারদের ছোট প্রমাণ করবেন। সে ভালো ছন্দে রয়েছেন। তিনি বছরের পর বছর ধরে একজন অসাধারণ খেলোয়াড় এবং তিনি জানেন কীভাবে তার ইনিংসকে গতি দিতে হয়। এবং একবার সে কয়েকটি বাউন্ডারি পেয়ে গেলে, তারপর সে জানে কীভাবে বোলারদের ওপরে প্রভাব বিস্তার করতে হয় এবং সে এখানে সঠিক ক্রিকেট শট খেলেই সেটা করেন।”
এখানেই না থেমে রাহুল আরও বলেন,” আপনি জানেন, তিনি সঠিক ক্রিকেট শট খেলেন এবং খেলার ভারসাম্য বজায় রাখেন এবং বল হিট করেন। তিনি যখন পাওয়ার প্লেতে খেলেন সেটা দলের জন্য খুবই ভালো হয়ে থাকে। কারণ তাঁর মতো ব্যাটররা সত্যিই দারুণ খেলেন এবং দলের মিডল অর্ডারের চাপটা অনেকটা কমিয়ে দেয়। যা আমাদের জন্য খেলাটাকে আরও কিছুটা সহজ করে দেয়।”
আরও পড়ুন:ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট কীভাবে রিডিম করবেন?