হামাসের(Hamas) বিরুদ্ধে ভয়ংকর যুদ্ধে নেমেছে ইজরায়েল(Israel)। যুদ্ধ পরিস্থিতিতে ইজরায়েলে নিজেদের উৎপাদন বন্ধ করার ঘোষণা করল বিশ্বের বৃহত্তম খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাতকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা নেসলে(Nastle)। ইজরায়েলের ওই উৎপাদন প্লান্ট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে বলে বৃহস্পতিবার বিবৃতি দিয়েছে নেসলে সংস্থা। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধের জেরে প্রথমবার উৎপাদন বন্ধ করলো কোন বড় সংস্থা।

নেসলের তরফে জানানো হয়েছে, ইজরায়েলে তাদের উৎপাদন প্ল্যান্টটি কয়েক দিন বন্ধ থাকবে। তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে চায়নি বিশ্বের অন্যতম বড় একটি প্রক্রিয়াকরণ সংস্থা। নেসলে প্রধান মার্ক স্নাইডার সাংবাদিকদের বলেন, ‘আমাদের নজর আমাদের সহকর্মী এবং কর্মচারীদের সুরক্ষিত রাখার দিকে। ব্যবসার উন্নয়ন নিয়ে আমার কোনও বক্তব্য নেই। আমরা প্রয়োজনীয় সতর্কতা নিয়েছি।’







































































































































