বাংলার ঐতিহ্যকে সামনে রেখেই পুজোয় মেতে উঠেছে দুবাই

0
3

প্রতি বছরের মতো এবারও দুর্গাপুজোয় মেতে উঠেছে দুবাই।‘উৎসব দুবাই’-এ়র পুজোর এবার পাঁচ বছরে পা রাখল।তাই দুর্গাপুজোকে আরও জমকালো করে তুলতে অভিনব সব উদ্যোগ নেওয়া হয়েছে ।‘উৎসব দুবাই’-এ়র দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ ছিল মহালয়ার লাইভ চণ্ডীপাঠ। অনেকটা সেই আগের মতো ভোরবেলায় রেডিওতে মহালয়া শুনে ঘুম ভাঙার মতো।

বাংলার দুর্গাপুজোর ঐতিহ্যকে মাথায় রেখেই ‘উৎসব দুবাই’ এ বার পূজার থিম হিসেবে বাংলার চিত্রকলাকে বেছে নেওয়া হয়েছে। পুরুলিয়া থেকে ছৌ-নাচের মুখোশ, শান্তিনিকেতন থেকে কাঁথা স্টিচের জিনিস এবং ডোকরার জিনিস এনে পুজোর প্যান্ডেল বানানো হয়েছে। চন্দননগর থেকে আলো নিয়ে গিয়ে এলাকা সাজানো হয়েছে। সব মিলিয়ে দুবাইয়ে জমে উঠেছে দুর্গাপুজো। ঠাকুর গিয়েছে কুমোরটুলি থেকে।