সোনিয়া গান্ধীর(Sonia Gandhi) সাহায্য ছাড়া তেলেঙ্গানা রাজ্য তৈরি হতো না। সম্প্রতি এমন মন্তব্য করেছিলেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। তার মন্তব্যে রীতিমতো ক্ষুব্ধ হলো তেলেঙ্গানা(Telangana) শাসক দল ভারত রাষ্ট্র সমিতি(BRS)। বিআরএস নেত্রী কে কবিতার পাল্টা দাবি গান্ধী পরিবারের জন্যই বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে তেলেঙ্গানা।

শুক্রবার রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন, “সোনিয়াজি তেলেঙ্গানা গঠনে সাহায্য করেছিলেন। এও বলা যায়, যদি উনি সাহায্য না করতেন তাহলে তেলেঙ্গানা তৈরিই হত না।” কংগ্রেস নেতাকে পালটা দিয়ে ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতা বলেন, “আমিও রাহুলজির সঙ্গে সম্পূর্ণ সহমত যে তেলেঙ্গানার সঙ্গে তাঁর পারিবারিক যোগ রয়েছে। জওহরলাল নেহরুই জোর করে অন্ধ্রপ্রদেশের সঙ্গে আমাদের রাজ্যটি জোর করে জুড়ে দিয়েছিলেন। পরে ১৯৬৯ সালে আমরা যখন পৃথক রাজ্যের দাবি তুললাম তখন ইন্দিরা গান্ধী ৩৬৯ জন তরুণকে গুলি চালিয়ে মেরে ফেলেন।”
পাশাপাশি আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে তিনি আরো বলেন, “রাজীব গান্ধী আমাদের মুখ্যমন্ত্রীকে অপমান করেছিলেন। আর গত ১০ বছরে রাহুল গান্ধী (Rahul Gandhi) কখনওই তেলেঙ্গানার সমর্থনে কথা বলেননি। উনি কখনওই আমাদের পাশে দাঁড়াননি। হ্যাঁ, ওঁর পরিবারের সত্যই অবদান রয়েছে তেলেঙ্গানার অবদানকে নষ্ট করার বিষয়কে। নির্বাচনে সেটা আপনাকে বুঝিয়ে দেবে তেলেঙ্গানার মানুষ।”










































































































































