শুক্রবার ফের মুখ খুললেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এক্স হ্যান্ডেলে পোস্ট করে মহুয়া লিখেছেন, ‘‘সিবিআই বা সংসদের এথিক্স কমিটি যদি ডাকে, যবে ডাকবে তাদের জবাব দেব। তার আগে আদানি-নির্দেশিত সংবাদমাধ্যম কী বলল, তা নিয়ে মাথা ঘামানোর কোনও সময় বা আগ্রহ কোনওটাই নেই।’’ সেই সঙ্গেই মহুয়া লিখেছেন, ‘‘আমি এখন নদিয়ায় দুর্গাপুজো উপভোগ করছি। শুভ ষষ্ঠী।’’
ব্যবসায়ী হিরানন্দানি তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে একটি হলফনামা জমা করেছেন। এই নিয়ে এবার পালটা মুখ খুললেন কৃষ্ণনগরের লোকসভা সাংসদ।
দু’পাতার একটি প্রেস রিলিজ প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী। যেখানে মহুয়া মৈত্রর দাবি, ‘প্রধানমন্ত্রীর দফতর থেকে ব্যবসায়ী হিরানন্দানিকে বাধ্য করা হয়েছে একটি সাদা পাতায় সই করতে।’ কড়া ভাষায় লেখা ওই প্রেস বিবৃতিতে মহুয়া মৈত্র দর্শন হিরানন্দানির হলফনামার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘লোকসভার এথিক্স কমিটিতে জমা করা ওই হলফনামা আসলে একটি লেটারহেড ছাড়া সাদা কাগজ। আর সংবাদমাধ্যমে লিক হওয়া ছাড়া এই হলফনামার কোনও উৎস খুঁজে পাওয়া যায়নি।’
দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘মহুয়ার বিষয়ে তৃণমূলের কোনও বক্তব্য নেই। দল এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাবে না।’’





































































































































