রাজ্যবাসীকে মহাষষ্ঠীর শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

0
1

মহাষষ্ঠীতে (Maha Sasthi) সবাইকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ ষষ্ঠী। অর্থাৎ দেবীর বোধন। সপরিবারে উমার পিতৃগৃহে আগমনের দিন। বোধনের পর দেবীর অধিবাস। বিল্ববৃক্ষের তলায় দেবীর আরাধনা। গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী-সপরিবারে একরাত সেখানেই থাকবেন মা দুর্গা। সপ্তমীর সকালে পা দেবেন বাপের বাড়িতে। মায়ের আগমনে উৎসবের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। মন্ডপে মন্ডপে পুজোর ভিড় রেকর্ড ভাঙছে। উৎসবের এই দিনে রাজ্যবাসীকে সোশ্যাল মিডিয়ায় ষষ্ঠীর শুভেচ্ছা বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

এদিকে উৎসব উপলক্ষে ইতিমধ্যেই সারা বাংলায় মেতে উঠেছে দুর্গাপুজোয়(Durga Puja) ঠাকুর দেখতে। দিনভোর দর্শকের আনাগোনা। যদিও হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, বৃষ্টির সম্ভাবনার কথা। কিন্তু তাতে কী হয়েছে, পুজোর আনন্দে মেতে উঠেছে সারা শহর। মহা ষষ্ঠীর বিশেষ এই দিনে বাংলা-সহ সারাদেশের মানুষকে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী (CM)।