বৃহস্পতিবার বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করেন বিরাট কোহলি। তাঁর ১০৩ রানের অপরাজিত ইনিংসের সৌজন্যে সহজে জয় পায় টিম ইন্ডিয়া। আর এই রান করতেই অনন্য নজির গড়েন কোহলি। কেরিয়ারের ৪৮ তম সেঞ্চুরির সঙ্গে সঙ্গে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে ফেললেন বিরাট। প্রসঙ্গত এই ম্যাচে বিরাট কোহলি তাঁর কেরিয়ারের ২৬,০০০ রান সম্পন্ন করেন। বিশ্ব ক্রিকেটে তিনি ছাড়া আর মাত্র ৩ জন ক্রিকেটার এই মাইলফলক ছুঁয়েছেন।
এর আগে সচিন তেন্ডুলকর দ্রুততম ২৬,০০০ রান করার রেকর্ড গড়েছিলেন। ৬০০তম ইনিংসে তিনি এই রানসংখ্যা টপকে ছিলেন। তবে সচিনের দিয়ে ৩৩ ইনিংস কম খেলেই এই মাইলফলক ছুলেন বিরাট। বিরাট এবং সচিন ছাড়াও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ২৬,০০০ এর বেশি রান করেছেন। এর পাশাপাশি এই ইনিংসের পর আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কান ক্রিকেটার জয়বর্ধনের রানসংখ্যা টপকে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রহকারী হন বিরাট কোহলি।
আরও পড়ুন:বিরাট কি নিজের জন্য খেলেন? মুখ খুললেন রাহুল