আমেরিকার ভুল ইজরায়েল যেন না করে, নেতানিয়াহুকে সতর্কবার্তা বাইডেনের

0
1

৯/১১ হামলার পর আমেরিকা যে ভুল করেছিল তা যেন ইজরায়েল না করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তেল আবিব সফরে এই বিষয়ে তিনি সতর্ক করেছেন ইজরায়েল সরকারকে। রীতিমত সাবধান করে জানিয়েছেন, ইজরায়েল সরকার যেন ক্রোধে অন্ধ না হয়ে যায়।

ইজরায়েল সফরশেষে হোয়াইট হাউস থেকে টিভিতে একটি ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেন, “গতকাল আমি ইজরায়েলে ছিলাম। আমি ইজরায়েল সরকারকে বলেছি ৯/১১ হামলার পর আমেরিকাও নরক দর্শন করেছিল। আমরাও অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলাম। আমরা বিচার চেয়েছিলাম এবং তা পেয়েছিও। তবে, তা করতে গিয়ে অনেক ভুল করেছিলাম। তাই আমি ইজরায়েল সরকারকে সতর্ক করেছি, ক্রোধে তারা যেন অন্ধ না হয়ে যায়।”

সম্প্রতি গাজা ভূখণ্ডে এক হাসপাতালে বোমা হামলায় মৃত্যু হয়েছে ৫০০ জনের। এই ঘটনার নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব। এই হামলায় একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে ইজরায়েল ও হামাস। হামাসের দাবি, আকাশপথে এই হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। উল্টোদিকে ইজরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামাস নয়, তবে আরও একটি প্যালেস্টাইনপন্থী জঙ্গি গোষ্ঠীর ছোড়া রকেট ভুল করে ওই ভবনের উপরে পড়েছে। অবশ্য এই ঘটনায় ইজরায়েলের সুরেই সুর মিলিয়েছে আমেরিকা। এই টালমাটাল পরিস্থিতির মাঝে ইজরায়েলকে উদ্দেশ্য করে বাইডেনের এই সতর্কবার্তা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।তবে ইজরায়েলকে সমর্থনে আমেরিকা যে কোনও ঘাটতি রাখবে না, তা তেল আবিব সফরের সময়ই বুঝিয়ে দিয়েছেন জো বাইডেন। ইজরায়েলকে সহায়তার জন্য আরও বেশি তহবিল দান করবেন বলে জানিয়েছেন তিনি।